ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে শহর পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা, ট্রাফিকের দায়িত্বে ফায়ার সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
সিরাজগঞ্জে শহর পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা, ট্রাফিকের দায়িত্বে ফায়ার সার্ভিস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় শহরের বিভিন্ন রুটে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।  

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই শহরের চৌরাস্তা মোড়, বাজার স্টেশন, বড় বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়ে ফায়ার কর্মীদের  ট্রাফিক পুলিশের দায়িত্বে পালন করতে দেখা যায়।

এদিন শহরে যান চলাচলও ছিল গত কয়েকদিনের তুলনায় বেশি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, আমরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছে মানুষ। রাস্তায় যান চলাচলও বেড়েছে। তাই যানজট ও দুর্ঘটনা এড়াতে ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছি আমরা।  

এদিকে তৃতীয় দিনের মতো শহর পরিচ্ছন্নতা অভিযানে রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বৃহস্পতিবার সকাল থেকে বাজার স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগনালে স্কাউট সদস্যরা আনসার সদস্যদের সহায়তা করেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক আঞ্জারুল ইসলাম বলেন,  ‘আমার শহর আমার দেশ পরিচ্ছন্ন বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে শহর পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করব। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।