ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরি স্থায়ীকরণের দাবিতে আনসার সদস্যদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
চাকরি স্থায়ীকরণের দাবিতে আনসার সদস্যদের বিক্ষোভ

ঢাকা: চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সুপ্রিম কোর্ট গেটের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন সাধারণ আনসার সদস্যরা।

রোববার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ইউনিফর্ম পরা বেশ কয়েকজন আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এ কারণে রাজধানীর মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট থেকে মৎস্য ভবনমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। এর ফলে রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের প্রভাব পড়ে রাজধানীর কাকরাইল মোড় থেকে মগবাজার পর্যন্ত, এদিকে হেয়ার রোড হয়ে শেরাটনের মোড় পর্যন্ত।

এর আগে রোববার সকালে সাধারণ আনসার সদস্যরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানেও তারা এক দফা দাবিতে বিক্ষোভ করেন। এরপর তারা হাইকোর্ট এর সামনে অবস্থান করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।