ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় দায়িত্বে ফিরেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
নওগাঁয় দায়িত্বে ফিরেছে পুলিশ

নওগাঁ: নওগাঁ জেলায় পুলিশ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে শুরু করেছে।  

সোমবার (১২ আগস্ট) সকালে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন শুরু করে পুলিশ।

 

এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, ফৌজিয়া হাবীব খানসহ জেলা পুলিশের সব কর্মকর্তা, জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বায়েজিদ হোসেন পলাশ, মামুনুর রহমান রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে তানজীম বিন বারী, আরমান হোসেন, সুরাইয়া জামান মুন, সাদমান সাকিব, হানিফ, রাফি এবং আবির উপস্থিত ছিলেন।  

বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এসময়।  

অপরদিকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত পুলিশ সদস্য, ছাত্রছাত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং দায়িত্বরত সাংবাদিকদের রজনীগন্ধার গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।