ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনতার দাবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল আদায় বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
জনতার দাবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল আদায় বন্ধ 

চাঁপাইনবাবগঞ্জ: ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ আঞ্চলিক সড়কের মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল আদায় বন্ধ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল টোল আদায় বন্ধ করে দেয়।

 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর জেলার  বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং স্থানীয় জনগণ এ সেতুতে টোল আদায় বন্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। এনিয়ে কয়েক দফা আন্দোলন হলেও তা সফল হয়নি। মঙ্গলবার সকালে গণঅধিকার পরিষদের উদ্যোগে টোল প্লাজার সামনে টোল বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন স্থানীয়রা। সকাল ১০টার দিকে গণবিকাশ পরিষদের ব্যানারে স্থানীয়রা অবস্থান নিতে শুরু করলে সেনাবাহিনীর একটি দল টোল প্লাজায় এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করার নির্দেশনা দেয়।
 
সেতুর ইজারাদার হাম্মাম আলী টোল আদায় বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বৈধভাবে সরকারি নির্দেশনা মোতাবেক ভ্যাটসহ সরকারকে রাজস্ব দিয়ে এ সেতু ইজারা নিয়েছি। তারপরও এভাবে টোল আদায় বন্ধ করে দেওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হব।  

তিনি হয় দ্রুত টোল আদায় করার অনুমতি অথবা ইজারা নিতে তাদের দেওয়া অর্থ ফেরত দেওয়ার অনুরোধ করেন সরকারের প্রতি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।