ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় লুট হওয়া এটিএম মেশিন মিললেও পাওয়া যায়নি টাকা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
সাতক্ষীরায় লুট হওয়া এটিএম মেশিন মিললেও পাওয়া যায়নি টাকা  

সাতক্ষীরা: সাতক্ষীরা ট্রাফিক ভবন থেকে লুট করে নিয়ে যাওয়া কমিউনিটি ব্যাংকের এটিএম মেশিনটি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার করা সম্ভব হয়নি মেশিনে থাকা টাকা।

মঙ্গলবার (১৩ আগস্ট) শিক্ষার্থীদের সহায়তায় শহরতলীর বিনেরপোতা এলাকা থেকে এটিএম মেশিনটি উদ্ধার হয়। পরে সেটি সদর থানায় পৌঁছে দেন স্থানীয়রা।  

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান বলেন, ব্যাংকের এটিএম মেশিন উদ্ধার হয়েছে। মেশিনে ওই সময়ে কত টাকা ছিল সেটি আমাদের জানা নেই।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট ট্রাফিক পুলিশের ভবন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম মেশিনসহ এতে থাকা বেশকিছু টাকা লুট হয়। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় এটিএম মেশিনটি আজ উদ্ধার হয়েছে। তবে মেশিনে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত টাকা ও লুটপাটকারীদের শনাক্ত করার কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।