ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটা সংস্কার আন্দোলনে গুলি

কক্সবাজারে ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
কক্সবাজারে ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

কক্সবাজার: কক্সবাজার শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে গুলি বর্ষণে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দিনগত রাতে কক্সবাজার সদর মডেল থানার উট-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ১২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে অভিযুক্ত করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় এক নম্বরে অভিযুক্ত করা হয়েছে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শহরের বাহারছড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে শাহিনুল হক মার্শালকে। দুই নম্বরে মার্শালের অপর ভাই সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। অন্যান্য অভিযুক্তররা হলেন, যথাক্রমে কক্সবাজার পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাইন উদ্দিন, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকী। এছাড়া আরও ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে ফিরে যাওয়ার সময় শহরের গুনগাছ তলা এলাকায় অভিযুক্তরা  হামলা ও গুলি চালায়। এতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।