ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লুট হওয়া ৮২৬ অস্ত্র, ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি উদ্ধার  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
লুট হওয়া ৮২৬ অস্ত্র, ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি উদ্ধার  

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করেন।  

থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্য মতে, লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১৯ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, এক হাজার ৪৮২ টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।  

পুলিশ সদরদপ্তর আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে সারা দেশে ৬৩৯টি থানার সবগুলোতে কার্যক্রম শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।