ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লুট হওয়া ১০৯৭ অস্ত্র, ২০৭৭৮ গুলি-টিয়ার গ্যাস উদ্ধার  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
লুট হওয়া ১০৯৭ অস্ত্র, ২০৭৭৮ গুলি-টিয়ার গ্যাস উদ্ধার  

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

 

তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, লুট হওয়া ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।

পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার গ্যাস সেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।  

পুলিশ সদরদপ্তরের বার্তায় আরও জানানো হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।  

এদিকে সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে সবগুলো থানার কার্যক্রম শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা আগস্ট ২০, ২০২৪
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।