ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

নেত্রকোনায় কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগম, কালের কণ্ঠের সাংবাদিক মনিরুজ্জামান, যমুনা টিভির সাংবাদিক কামাল হোসেন, এনটিভির সাংবাদিক ভজন দাস, চ্যানেল২৪ -এর সাংবাদিক হানিফুল্লাহ আকাশ, ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাংবাদিক আব্দুর রহমান, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক সোহান আহমেদ কাকনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বক্তারা অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।