ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদলির কথা বলে প্রতারক চক্রের অর্থ দাবি, সতর্ক করলো মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
বদলির কথা বলে প্রতারক চক্রের অর্থ দাবি, সতর্ক করলো মন্ত্রণালয়

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের মিথ্যা পরিচয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বদলির কথা বলে কিছু প্রতারক চক্র অর্থ দাবি করছে। এ ইস্যুতে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করলো মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রণালয় থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৯ আগস্ট অধ্যাদেশের পরিপ্রেক্ষিতে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়েছে।

এমতাবস্থায় স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বদলির কথা বলে কিছু প্রতারক চক্র অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যা সম্পূর্ণরূপে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। সুতরাং এ বিভাগের আওতাধীন সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এমন প্রতারণায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হলো।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।