ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা আহমদ ও সোহায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা আহমদ ও সোহায়েল

ঢাকা: পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে।  

বুধবার (২১ আগস্ট) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেন্টু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে তুলে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাইবো আমরা।  

এর আগে, মঙ্গলবার রাতে সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিএমপি গোয়েন্দা ডিবি বিভাগ। নিরাপত্তা স্বার্থে তাদের রাতে ডিবি কার্যালয়ে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।