ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

নেত্রকোনা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা।  

বুধবার (২১ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে গণমাধ্যমকর্মীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং, নির্বাহী সদস্য ডা. কামরুল ইসলাম, নাজমুল হুদা সারোয়ার, সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, ইত্তেফাকের সাংবাদিক ধ্রুব সরকার, পঁচাত্তর বাংলাদেশের সাংবাদিক ধনেশ পত্রনবীশ, আমাদের সময়ের সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, জনকণ্ঠের সাংবাদিক কলি হাসান, দেশের খবরের সাংবাদিক সুমন রায়, এখন টেলিভিশনের সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, কালের কণ্ঠের সাংবাদিক আল নোমান শান্ত, নাগরিক ভাবনার সাংবাদিক কালিদাস সাহা বাবু, ভোরের পাতার সাংবাদিক পলাশ সাহা, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, জাহিদ হাসান।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রুদ্র বলেন, বর্তমান সরকারের কাছে দাবি জানাই মিডিয়াতে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।

কালের কণ্ঠসহ সব গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল বলেন, গণমাধ্যমের ওপর হামলা মেনে নেওয়া যায় না। গণমাধ্যমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানাই। সেই সঙ্গে দুর্গাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।