ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সসহ গণমাধ্যমের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মসূচি পালন করেন।

বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, বাগেরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাসুদুল হক, সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, একুশে টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি এইচ এম মাইনুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এসএস শোহান, প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হকসহ অনেকে।

মানববন্ধনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাংবাদিক আরিফুল ইসলাম, তরফদার রবিউল ইসলাম, আকমল উদ্দিন সাখি, আল আমিন খান সুমন, আমিরুল হক বাবু, সৈয়দ শওকত হোসেন, আব্দুল্লাহ আল ইমরান, সোহাগ হাওলাদার, ফকির হাসান আলী, মামুন আহমেদ, মো. শাকির হোসেন, শহিদুল ইসলাম, নকিব মিজানুর রহমান, শাহজাহান আলী খান, শাহিন হাওলাদার, আমিনুল ইসলাম, মিজানুর রহমান সাগর, শাহজাহান খান, শেখ আবুল তালেব, শেখ সোহেল, মো. বাচ্চু মল্লিক, ওবায়দুল হক বাবু, শেখ বাদশা, মনিরুল ইসলাম, শামীম হাসান, কামরুজ্জামান মুকুলসহ বাগেরহাট জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মকরত গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন।  

বক্তারা বলেন, গণমাধ্যম কারও শত্রু না। গণমাধ্যম মানুষের সামনে সমাজের অসংগতি তুলে ধরে। দেশ ও জাতির সমৃদ্ধির জন্য গণমাধ্যম অপরিহার্য। তারপরও কিছু অতিউৎসাহী মানুষ গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করেছে। সম্প্রতি ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর.কম, নিউজটোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।  এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে  শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে এ হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।