ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল প্রমুখ।  

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, যায় যায় দিনের প্রতিনিধি জুবায়ের মল্লিক বুলবুল, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, দৈনিক দেশবাসীর বার্তা সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কালের কণ্ঠের প্রতিনিধি কাজল আর্য, বাংলানিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, ডেইলি সানের প্রতিনিধি সুমন খান বাবু, বর্তমান পত্রিকার প্রতিনিধি এস এম আওয়াল মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুজ্জামান মোস্তফা, চ্যানেলটোয়েন্টিফোরের প্রতিনিধি মাসুদ রানা, বণিক বার্তার প্রতিনিধি পারভেজ হাসান, ঢাকা টাইমসের প্রতিনিধি রেজাউল কিরম, বিডি নিউজের প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, এখন টিভির প্রতিনিধি কাউছার আহমেদ, আমাদের সময়ের প্রতিনিধি শামীম আল মামুন, সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নওশাদ রানা সানভী, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, সমাজ সংবাদের প্রতিনিধি সুমন ঘোষ, গ্লোবাল টিভির প্রতিনিধি রুপি আক্তার পলি, বাংলা৭১ পত্রিকার প্রতিনিধি সিরাজ আল মাসুদসহ জেলায় কর্মরত সব গণমাধ্যমকর্মী।

বক্তারা বর্তমান পরিস্থিতিতে যেকোনো মিডিয়া হাউজের ওপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থানকারী দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দাবি করেন। যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ করার সাহস না পায়।

গত ১৯ আগস্ট দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা-ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।