ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাসস ব্যুরো প্রধান মকসুদ আহমদ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
সিলেটে সড়ক দুর্ঘটনায় বাসস ব্যুরো প্রধান মকসুদ আহমদ নিহত

সিলেট: মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

শুক্রবার (২৩ আগস্ট) ভোররাত ৩টার দিকে নগরের মদিনা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকসুদ আহমদ সিলেট সদরের মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাত ৩টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মকসুদ আহমদ। ফেরার পথে নগরের মদিনা মার্কেট এলাকার রাস্তায় কুকুরকে রক্ষা করতে গিয়ে ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

দুপুর আড়াইটার দিকে নিজ গ্রাম মইয়ারচর জামে মসজিদে মকসুদ আহমদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।