ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে সাপের ছোবলে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
চরভদ্রাসনে সাপের ছোবলে প্রাণ গেল কিশোরের

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে বিষধর সাপে ছোবলে তিনদিন পর ফেলা ফকির (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেলা ফকির ওই ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী গ্রামের রহম ফকিরের ছেলে।

চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, গত বুধবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে ধান ক্ষেত থেকে গরু তাড়াতে যায় ফেলা ফকির। ফেরার সময় তার বাঁ পায়ের গোড়ালিতে বিষধর সাপ ছোবল দেয়। তাকে উদ্ধার করে প্রথমে ওঝার কাছে নিয়ে গেলে অবস্থা মুমূর্ষু দেখে চিকিৎসকের কাছে নিতে পরামর্শ দেওয়া হয়। পরে ফেলা ফকিরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাসেলস ভাইপারের ছোবলে উপসর্গ তার শরীরে দেখা যায়। তিনদিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।