ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জন্মাষ্টমীর র‍্যালির অর্থ যাবে বন্যার্তদের সহায়তায় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বরিশালে জন্মাষ্টমীর র‍্যালির অর্থ যাবে বন্যার্তদের সহায়তায় 

বরিশাল: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা বিবেচনা করে এ বছর বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি বের না করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ।  

তবে দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আর র‌্যালি আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।  

শনিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা।  

তিনি বলেন, সোমবার (২৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি বের হওয়ার কথা ছিল। তবে এ বছর আমরা কোনো র‌্যালি করবো না। তবে মন্দিরের সব আয়োজন করা হবে। পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা করা হবে।

তিনি ‍আরও জানান, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। তাই র‌্যালি আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। সেই সঙ্গে বন্যার্তদের সাহায্যে মন্দির থেকেও অর্থ উত্তোলন করা হচ্ছে। এসব টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।