ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে বন্যার্তদের চিকিৎসাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে বন্যার্তদের চিকিৎসাসেবা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বন্যার্ত মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে এসেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন।

সোমবার (২৬ আগস্ট) সকালে বটতলী উচ্চ বিদ্যালয়ে বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষের মাঝে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে পানিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্স টিমের কমান্ডিং অফিসার লে. কর্নেল রাকিবের নেতৃত্বে শত শত পাহাড়ি, বাঙালি নারী-পুরুষসহ শিশুদেরও চিকিৎসা দিতে দেখা যায়। বন্যাকবলিত বেশিরভাগ রোগীই পানিবাহিত ডায়রিয়া, ফুড পয়জনিং, জ্বর, সর্দি কাশি ও অ্যাজমা রোগে আক্রান্ত।

এ সময় ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মেজর আসিফ ও সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মেজর মামুনসহ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন আতিয়া উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।