ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাবার পানি বিশুদ্ধকরণ পদ্ধতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
খাবার পানি বিশুদ্ধকরণ পদ্ধতি

ঢাকা: বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অ্যাকুয়াট্যাবস (৩৩ মিলিগ্রাম ট্রোক্লোসিন সোডিয়াম) ব্যবহারের মাধ্যমে অতি সহজেই নিরাপদ খাবার পানি প্রস্তুত করা যায়।

স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।



জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, প্রথমে পাঁচ লিটার পানি নিয়ে সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এরপর একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষার পর পানি পান করা যাবে।

তবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটি কখনই সরাসরি খাওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।