ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জ: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, বাসসের প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস, চ্যানেলটোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হীরক গুণ, সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, প্রতিদিনের সংবাদের জেলা গাজী এস এইচ ফিরোজী, বাংলানিউজটোয়েন্টিফোরের ও কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক আমাদের বাংলার ব্যুরো চিফ শেখ এনামুল হক, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দিলীপ গৌর, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন ও কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।  

বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবির মিঠু, জিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি আমিনুল ইসলাম, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক জনতার প্রতিনিধি নজরুল ইসলাম, বণিক বার্তার প্রতিনিধি অশোক ব্যানার্জি, দৈনিক নবরাজের প্রতিনিধি নওশাদ আহমেদ, যুগের কথার এএইচ মুন্না, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, এখন টিভির রিফাত রহমান, সময় টিভির রিংকু কুন্ডু, আরটিভির সাজিরুল ইসলাম সঞ্চয়, বৈশাখী টিভির সুজিত সরকার, ভোরের দর্পনের প্রতিনিধি এস এম আল-আমিন, মানব জমিনের প্রতিনিধি সুজন সরকার, গণমানুষের আওয়াজের প্রতিনিধি সুমন কবির, বার্তা বাজারের প্রতিনিধি সোহাগ হাসান জয়, ডিবিসির খালিদ হৃদয়, মোহনা টিভির সোহেল রানা, গ্লোবাল টিভির আশরাফুল ইসলাম, আনন্দ টিভির হুমায়ুন কবির সোহেল, রাজধানী টিভির আশরাফুল ইসলাম জয়, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. দিল শেখ, আনন্দ টিভির সাধন কুমার দাস, সাংবাদিক সেলিম শিকদার, মাসুদ রানা বাচ্চু, শাহিদা খাতুন, রাকিবুল ইসলাম এবং দৈনিক চাঁদতারার প্রতিনিধি ইমরান হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।