ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনেরও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনেরও প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে পাখি আক্তার (৮) ও মায়িশা আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নে বউবাজার গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা ওই গ্রামে রমিজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, পাখি ও মায়িশাকে দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে দেখা যায়। এর কিছুক্ষণ পর থেকেই তাদের পাওয়া যাচ্ছিল না।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে পানির তলদেশ থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ দাফন করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে বামৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ছয় বছরের মায়িশা পানিতে তলিয়ে গেলে পাখি তাকে তুলে আনার চেষ্টা করে। ফলে উভয়েরই মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।