ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাবারের দাম কমেছে মধুর ক্যান্টিনে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
খাবারের দাম কমেছে মধুর ক্যান্টিনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে খাবারের দাম কমেছে। কয়েকটি খাবারের দাম ৫ থেকে ১৫ টাকা কমিয়ে এবং অস্বাস্থ্যকর ও বেশি দামের কারণে কয়েকটি খাবার বাদ দিয়ে নতুন মূল্য তালিকা প্রণয়ন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে গিয়ে দেখা গেছে নতুন মূল্য তালিকা।

রং চা ৬ টাকা, দুধ চা ৭ টাকা, সন্দেশ ১৫ টাকা, পাটিসাপটা ২০ টাকা, সিঙ্গারা ছোট, মাঝারি এবং বড় যথাক্রমে ৫, ৮ ও ১০ টাকা, পুডিং ৩০ টাকা, দই ২০ টাকা, মাখন রুটি ২৫ টাকা, কেক ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগের মূল্য তালিকায় রং চা ১০ টাকা, সিংগারা ১০ টাকা, সবজি রোল ১৫ টাকা, সমুচা ১০ টাকা, স্যান্ডউইচ ৬৫ টাকা, শর্মা ৮৫ টাকা, পুডিং ৩৫ টাকা, পাটিসাপটা ২৫ টাকা, মাখন রুটি ৪০ টাকা, রং চা ১০ টাকা, ছানা ছোট ২ টুকরা ৩৫ টাকা, ছোট মিষ্টি প্লেট ৫০ টাকা এবং কেক ১৫ টাকা দাম রাখা হতো। বর্তমান তালিকায় শর্মা, সমুচা, ছোট মিষ্টি বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী জুবায়ের হোসাইন জানান, ছাত্রলীগের সময়ে সবগুলো খাবারের মান খারাপ ছিল, কিন্তু দাম অনেক বেশি রাখা হতো। এখন তাদের ব্যবহার ভালো হয়েছে। কিছু খাবারের দাম অতিরিক্ত ছিল, সেগুলো কমানো হয়েছে।

মধুর ক্যান্টিনের কর্মচারী মাইকেল বলেন, দাম কমানো-বাড়ানো আমাদের সিদ্ধান্ত নয়। এটি মালিক দেখেন। আমরাও চাই, দাম কম থাকুক।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।