ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভালুকায় এল এস্কোয়‍্যার লিমিটেডের ৭০ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
ভালুকায় এল এস্কোয়‍্যার লিমিটেডের ৭০ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে  

ময়মনসিংহ: শিল্পাঞ্চল খ‍্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত এল এস্কোয়্যার লিমিটেডে নামে একটি কারখানার ৭০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় কারখানা শ্রমিকদের মধ‍্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মস্টারবাড়ী এলাকার এ কারখানায় এ ঘটনা ঘটে।  

অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কীভাবে হঠাৎ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন, তা জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।  

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।  

ময়মনসিংহ শিল্প পুলিশের সুপার (এসপি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে।  

এ বিষয়ে ময়মনসিংহ কারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমেদ মাসুদ বলেন, এ ঘটনায় আমাদের মেডিকেল টিম কাজ করছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।  

তিনি আরও জানান, অসুস্থদের মধ‍্যে ৩০ জন একটি বেসরকারি হাসপাতালে এবং ৩৫ জন উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। এরই মধ্যে অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।  

তবে উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা মো. হাসানুল হোসেন বলেন, অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ৩১ জন শ্রমিক ভর্তি হয়েছিলেন। অনেকেই সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। ধারণা করা হচ্ছে- মাস হিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।