ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদোন্নতি পেয়ে শ্রম মন্ত্রণালয়ের সচিব হলেন ভোক্তা অধিকারের শফিকুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
পদোন্নতি পেয়ে শ্রম মন্ত্রণালয়ের সচিব হলেন ভোক্তা অধিকারের শফিকুজ্জামান এ এইচ এম শফিকুজ্জামান

ঢাকা: জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামানকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির পর তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ২৭ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়।

শফিকুজ্জামান এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এমআইএইচ/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।