ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সড়কে প্রাণ গেল পোশাক শ্রমিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
শ্রীপুরে সড়কে প্রাণ গেল পোশাক শ্রমিকের প্রতীকী ফটো।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গাড়ি চাপায় আক্কাস আলী (৩০) নামে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওনা উত্তরপাড়ার মীর সিরামিক কারখানায় সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস শেরপুরের শ্রীবরদীর মহামারী এলাকার আব্দুস ছালামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় বিল্লালের বাড়িতে সপরিবারে ভাড়া থেকে নাইস ডেনিম কারখানায় চাকরি করতেন আক্কাস আলী। সকালে তিনি বেতনের টাকা তুলতে এটিএম বুথে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি মাওনা উত্তরপাড়ায় পৌঁছান। পরে পায়ে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি গাড়ি চাপায় আক্কাস আলী নিহত হয়েছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।