ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় সাবেক মেয়ের সূচনাসহ ১৫৫ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
কুমিল্লায় সাবেক মেয়ের সূচনাসহ ১৫৫ জনের নামে মামলা

কুমিল্লা: ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলিতে আহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ১০৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা দায়ের করেন ২৬ নস্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আবু সাঈদ।  

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ভুঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অন্য আসামিরা হলেন- মহানগর যুবলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি, সরকার মাহমুদ জাবেদ, আব্দুল সাত্তার, মো. এমদাদ উল্লা, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভুঁইয়া, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু, কাজী মোজাম্মেল, যুবলীগ নেতা দুলাল হোসেন অপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।