ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বাশঁঝাড়ে পড়েছিল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
গোবিন্দগঞ্জে বাশঁঝাড়ে পড়েছিল যুবকের মরদেহ  প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চংগুরা আদিবাসী পাড়ার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মতিউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা সড়কে দক্ষিণ চংগুরা আদিবাসী পাড়ায় জনি মুর্মুর বাঁশঝাড়ে অজ্ঞাত ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় জানান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, নিহত যুবকের সঙ্গে কোনো পরিচয়পত্র বা মোবাইলফোন না থাকায় মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।