ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ

ঝালকাঠি: ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায় ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঝালকাঠি প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝালকাঠির গণমাধ্যমকর্মীরা এর আয়োজন করেন।  

দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক অজানাবার্তা পত্রিকার সম্পাদক এসএমএ রহমান কাজল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আসম মাহামুদুর রহমান পারভেজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম বাচ্চু, চ্যানেলটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রতন আচার্য, একাত্তর টিভির প্রতিনিধি তরুন সরকার, আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিটিভির প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি নাঈম হোসেন, মোহনা টিভির প্রতিনিধি রুহুল আমিন রুবেল, দৈনিক বুলেটিনের প্রতিনিধি কাজী সোলায়মান সুমন, ঢাকা টাইমসের প্রতিনিধি এইচ এম গিয়াস উদ্দিন, কালবেলার প্রতিনিধি আরিফুর রহমান ও আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান রায়হান।

সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, মিডিয়া হাউস ও মিডিয়াকর্মীদের ওপর যারাই হামলা করবে, তাদের আগে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের হামলা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে।  

সমাবেশ থেকে বক্তারা সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।