ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট ও স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবক গ্রেপ্তার

ঢাকা: কক্সবাজারে সমুদ্র সৈকতে এক নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলাম নামের যুবককে গ্রেপ্তার দেখিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ওই যুবককে আটক করে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার সদরের কালুর দোকান এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুকুল ইসলামকে আটক করা হয়। পরে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

পুলিশ হেফাজতে থাকা যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসার ছাত্র। তিনি কক্সবাজারের বাহারছড়া এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটে। এ রকম একাধিক ঘটনার তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে শুক্রবার রাতে অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন।  

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী।  

পরে ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এজেডএস/এসবি/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।