ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকিও কোনিশির নেতৃত্বে একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।

রোববার (সেপ্টেম্বর ১৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করে এডিবির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক বলেন, এডিবির বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে।

তাকিও কোনিশির বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টাকে জোরদার করতে বাংলাদেশকে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার বিপ্লব বাংলাদেশে ‘টুকরো টুকরো’ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের একটি নতুন সুযোগ করে দিয়েছে।

এডিবি প্রতিনিধিদলকে তিনি বলেন, আমরা গ্রাউন্ড জিরো-তে আছি। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার।

এ সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সদ্য শুরু করা আর্থিক খাতের সংস্কার, ট্যাক্স ডেটা ডিজিটালাইজেশন, ডেটার স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত এবং বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৈদেশিক মুদ্রার বাজারের গতিশীলতা এবং রিজার্ভ ও রেমিট্যান্সের উন্নতির কথা উল্লেখ করে বলেন, এখানে আত্মবিশ্বাস ও বিশ্বাসযোগ্যতার একটি লক্ষণীয় উত্থান হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ, এডিবির জ্যেষ্ঠ উপদেষ্টা এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।