ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বাস পুকুরে পড়ে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
জয়পুরহাটে বাস পুকুরে পড়ে আহত ১০ পুকুরে পড়ে উল্টে যাওয়া বাসটি

জয়পুরহাট: জয়পুরহাটে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লেগে আরেকটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে গেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল বনখুঁর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ১০ জনকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দাওয়াতপুর গ্রামের আরিফুল (১৮), আব্দুল আহাদ (২৩), পাঁচবিবি উপজেলার নাকুড়গাছি এলাকার আলেয়া (৬০), মাস্টার পাড়া মহল্লার লিটন (৪৩), একই উপজেলার নাহিদা আক্তার (৪৫), কুয়াতপুর এলাকার সানোয়ার (৪০), দেলোয়ার হোসেন (২৭), সদরের শান্তিনগর মহল্লার জান্নাতুল ফেরদৌস (২৪), সদরের শিমুলতলী এলাকার হালিমা (৩৫) ও হাবিবা (৩)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচবিবি হতে এবি ট্রাভেলসের একটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সৌমিক ট্রাভেলসের আরেকটি বাস আসছিল। বনখুঁর এলাকায় এসে দুই বাসে সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। এ সময় এবি ট্রাভেলস বাসের চালক দ্রুত পাশ কাটানোর সময় ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ