ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৮ সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন যমুনার ভাঙনে নিঃস্ব মাজেদা

স্বপন চন্দ্র দাস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
৮ সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন যমুনার ভাঙনে নিঃস্ব মাজেদা সন্তানদের আটা দিয়ে ফ্যান রান্না করে খাওয়াচ্ছেন মাজেদা খাতুন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: ‘মাইনসের বাড়ি কাম কইর‌্যা একসের চাইল দিচে, আরেক বাড়ি থিক্যা এল্লা তেল চাইয়্যা আনচি, আরেকজন একটা পল্যা (ঝিঙে) দিচে। চাইল কয়ডা রানচি, কিন্তু তা দিয়্যা অইবো না, তাই ১০ ট্যাহার আটা কিন্যা আইন্যা ফ্যান রাইনত্যাছি।

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাটপাঁচিল এলাকায় যমুনা নদীর ওয়াপদা বাঁধের ঢালে একটি টংঘরে আটা দিয়ে ফ্যান রান্না করছিলেন আর কথাগুলো বলছিলেন প্রায় ৪৮ বছর বয়সী মাজেদা খাতুন। পাশে তার ছোট ছোট তিন শিশুসন্তানকে ফ্যান খেতে দিয়েছেন। আরও তিন ছেলে তখনও বাড়ির বাইরে।
 
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হাটপাঁচিল ওয়াপদা এলাকায় সরেজমিনে গেলে মাজেদা খাতুনের অসহায়ত্বের এমন চিত্র দেখা যায়।  

মাজেদা কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, `আমার মতো কষ্ট দুনিয়াতে কারু নাই, তিন বছর আগে সোয়ামি মইর‌্যা যায়, তার দুই বছর পর বসতবাড়ি যমুনার প্যাটে যায়। মাইনসের দ্বারে দ্বারে আট ছওয়াল-মেয়ে নিয়্যা ঘুরত্যাছি। এক বাড়িত আশ্রয় নিলে কয়েকদিন পর বাইর কইর‌্যা দেয়, আরেক বাড়ি যাই, এইভাবে সাত বাড়িতে আশ্রয় নেই। এ্যাহন ওয়াপদার বাধে আরেকজন গরিব মানুষ টংঘর তুইলচে, বেড়া দেয় নাই। ছওয়ালপাল নিয়্যা এহেনেই কষ্ট কইর‌্যা আচি। কয়দিন পর এহেন থিক্যাও চইল্যা যাওয়া লাইগবো। কোনে যামু তাও জানি না।  

মাজেদা বলেন, দুইডা মিয়্যা মাইনসের বাড়িত কামে থুছি। কিন্তু থাইকপ্যার চায় না, কাইন্দা-কাইন্দা বাড়িত আইসে, আবার মাইর‌্যা-ধইর‌্যা থুইয়্যা আসি। তারা ভাত-তরকারি দেয়ই, আবার ঈদ আইলে জাকাত দেয়, এসব দিয়্যাই চলি।  

স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, হাটপাঁচিল গ্রামের পূর্ব-পাড়ায় মাজেদা খাতুনের বাড়ি ছিল। সম্প্রতি যমুনার ভাঙনে বিলীন হয়ে গেছে। বছর তিনেক আগে তার স্বামী রমজান আলী মারা যাওয়ার পর থেকেই পরিবারটি কুল কিনারা হারিয়ে ভেসে বেড়াচ্ছে। তাদের ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে রমজান আলী বেঁচে থাকতেই বড় মেয়েটার বিয়ে হয়। বাকি ৮ সন্তান নিয়ে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন মাজেদা। কোনো সন্তানকে স্কুলে দেওয়ার মতো অবস্থা নেই।  

কোরবান আলী নামে ১৭ বছর বয়সী এক ছেলে থাকলেও সে সংসারের কোনো কাজ করে না। ১৪ বছর বয়সী আরেক ছেলে রতন যমুনায় নদীতে মৎস্যজীবীদের জাল ঠেলে ৫০ থেকে ১শ টাকা পায় আর অন্যের বাড়িতে কাজ করে মাজেদা খাতুন কখনো ৫০ টাকা, কখনো বা এক সের চাল পায় এ দিয়েই কোনোমতে সংসারের ৮ জনের মুখে আহার তুলে দেন।
  
স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীন বাচ্চু বলেন, মাজেদা খাতুনসহ এখানকার বেশ কিছু পরিবার যমুনার ভাঙনে নিঃস্ব হয়ে কষ্টে দিনপাত করছে। তাদের সরকারি সহযোগিতা এবং একটি গুচ্ছগ্রাম করে দেওয়া প্রয়োজন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহজাহান আলী বলেন, মাজেদা খাতুন এখন খুব অসহায় অবস্থায় আছে। আগে ঝুড়ি বানিয়ে সংসার চালাতেন, বর্তমানে যমুনার ভাঙনে ঝুড়ি বানানোর জায়গা বিলীন হয়ে যাওয়ায় তারা কোনো কাজ করতে পারছেন না। এই মুহূর্তে ইউনিয়ন পরিষদে কোনো বরাদ্দ নেই, তাই আমরা তার জন্য কিছুই করতে পারছি না। বরাদ্দ এলে আমরা তাকে দেবো।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।