মেট্রোরেলের পিলারে ফাটল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হলে বিষয়টি গুরুত্ব আনুধাবন করে সত্যতা জাচাই করে কর্তৃপক্ষ।
ফেসবুকে একটি পোস্টে কয়েকটি ছবি দিয়ে আগারগাঁও স্টেশন থেকে একটু সামনে একটি পিলারে ফাটল দেখা দিয়েছে দাবি করেন এক ব্যক্তি।
এই পোস্টা নজরে আসলে দ্রুত বিষয়টি পর্যবেক্ষণ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানিয়েছেন, পিলারে ফাটল পাওয়া যায়নি। যেটাকে ফাটল বলা হচ্ছে সেটা
মূলত জয়েন্টের দাগ।
তারা আরও জানান, পিলার ঢালাই করার সময় যে ফ্রেম ব্যবহার করা হয়েছিল সেটাতে চারটি অংশ ছিল যা নাট-বোল্ট দিয়ে লাগানো ছিল। এই অংশগুলোর মাঝে কিছুটা ফাঁকা থাকে। ঢালাইয়ের পর সেখানটা ফাটলের মতোই দেখায়।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এমএম