ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন: আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
অবৈধভাবে বালু উত্তোলন: আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার জব্দ

মাদারীপুর: জেলার আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও যন্ত্রাংশ জব্দ করেছে উপজেলা প্রশাসন।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নদটির উৎরাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা কমিশনার (ভূমি) আব্দুল মালেক।

জানা গেছে, গোপন তথ্য পেয়ে বিকেলে উৎরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত ও নৌপুলিশ। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়। জব্দ করা হয় ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ। পরে ড্রেজারটি বিনষ্ট করা হয়। তবে অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

বিষয়টি নিশ্চিত করে শিবচর উপজেলা কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।