ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে স্টাফ বাসের ধাক্কায় একজন নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রাজধানীতে স্টাফ বাসের ধাক্কায় একজন নিহত  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শনিরআখড়া ব্রিজের ঢালে গোয়েন্দা সংস্থার স্টাফ বাসের ধাক্কায় এস এম নুর ইসলাম (৬০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত প্রত্যক্ষদর্শী দেবাশীষ বিশ্বাস জানান, সন্ধ্যার দিকে নুর ইসলাম একটি বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন, তখনই একটি গোয়েন্দা সংস্থার স্টাফ বাস তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। তবে বাস ও চালককে ঘটনাস্থলে আটকে রাখা হয়েছে।

নুর ইসলামের ভাগনে মো. পারভেজ হোসেন জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। তিনি কারওয়ান বাজার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস কন্ট্রোলার ছিলেন এবং প্রতিদিন অফিসের স্টাফ বাসে করে বাসায় ফিরতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।