রাজশাহী: রাজশাহীতে ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালানো সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে (৪১) দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।
এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) পুলিশ রুবেলকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানান। ওই সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুবেলের নামে এরই মধ্যে দুই শিক্ষার্থী হত্যাসহ চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ওইদিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে প্রথম দফার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর রুবেল জোড়া পিস্তল হাতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের সময় কান্নাকাটি করেছেন রুবেল এবং নিজেকে রাজনীতিতে জড়ানোয় অনুতাপ প্রকাশ করেছেন। রুবেল পুলিশ সদস্যদের জানিয়েছেন, এর চেয়ে বাদাম বিক্রি করে খেলেও ভালো করতেন। তাহলে অন্তত এমন বিপদ এড়ানো যেত বলেও জানিয়েছেন।
এর আগে ১৩ সেপ্টেম্বর গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাবের অভিযানে ধরা পড়ে অস্ত্রধারী যুবলীগ নেতা রুবেল। দুই হাতে গুলি চালানো এই রুবেল ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। জহিরুল ইসলাম রুবেলের বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসএস/এএটি