ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে খালে মিলল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
সোনারগাঁয়ে খালে মিলল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাল থেকে হাত বাঁধা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সোনারগাঁ থানা রোডে অবস্থিত আয়েশা আমজাদ হাসপাতালের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করে বৈদ্যের বাজার নৌ পুলিশ।

বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে মারিখালি খালে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী আমাদের খবর দেয়। পরবর্তীতে নৌ-পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়াও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।