ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে খাল দূষণ থেকে বিরত থাকতে নগরবাসীকে জেলা প্রশাসকের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বরিশালে খাল দূষণ থেকে বিরত থাকতে নগরবাসীকে জেলা প্রশাসকের আহ্বান

বরিশাল: ‘ধান-নদী-খাল, এই তিনে বরিশাল’ স্লোগানে বরিশাল জেলার খালগুলোর প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ লক্ষ্যে বরিশাল নগরের ঐতিহ্যবাহী জেল খাল ও লাকুটিয়া খালের সংযোগস্থল মড়ক খোলার পোল থেকে খাল পরিষ্কার অভিযানের শুভ উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বরিশাল জেলার উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদার, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল, বেলা, বাপা, এসএনডিসি, মানবীসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বরিশাল জেলার গুরুত্বপূর্ণ খালগুলোর প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসন নিয়মিত কাজ করবে বলে জানিয়েছেন নবাগত বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় জেলা প্রশাসক খালের আশেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কথাও বলেন। পাশাপাশি তাদের খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।