ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
মানিকগঞ্জে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় বাসচাপায় মুবাশির (৮) বছরের এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার মেঘশিমূল এলাকায় ম্যাক্স অফিসের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুবাশির ঝিনাইদহ জেলার নাচল উপজেলার মাসুম বিল্লার ছেলে। বাবার মাক্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চাকুরির সুবাদে মেঘশিমূল এলাকায় ভাড়া বাসায় থাকতো মুবাশিরের পরিবার।

জানা গেছে, মাদরাসা ছুটি শেষে মুবাশির বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হতে যায়। এমন সময় বেপরোয়া গতির সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মুবাশিরের অবস্থা গুরুতর থাকায় হাসপাতালের কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মুবাশির মৃত্যুবরণ করে।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল খান বলেন, দুপুরের দিকে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় আহত হন মুবাশির নামে এক শিশু। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার (মুবাশির) অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। দুর্ঘটনায় ঘাতক সাকুরা পরিবহনের একটি বাসকে আটক করা হয়েছে। বাস জব্দ করা গেলেও চালক বা সহযোগীকে আটক করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।