ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এনায়েতপুর থানা লুট: পুকুর সেচে অস্ত্র উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এনায়েতপুর থানা লুট: পুকুর সেচে অস্ত্র উদ্ধার 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সরকার পতন আন্দোলনে এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র পুকুর সেচে উদ্ধার করা হয়েছে।  

যৌথবাহিনীর উদ্যোগে টানা দুদিন ধরে পানি সেচে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র দুটির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়্যারলেস ও দুই রাউন্ড শটগানের গুলিও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লুট করার পর দুর্বৃত্তরা অস্ত্র পুকুরে ফেলে দেয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও নয়টি অস্ত্র এবং ৯১১ বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।

গত ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও কমপক্ষে ১৬টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয় হাজার জনকে আসামি করে এনায়েতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।