ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ঠ ২ সহচর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ঠ ২ সহচর গ্রেপ্তার নিরু খলিফা ও আবু সাঈদ

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ দুই সহচরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শরীফাবাদ গ্রামের মৃত মোস্তফা খলিফার ছেলে নিরু খলিফা (৪৫)। আরেক আসামি আলগী ইউনিয়নের সুকনী গ্রামের হারুনর রশিদের ছেলে আবু সাঈদ। তিনি (সাঈদ) সুকনী গ্রামের বালুদস্যু হিসেবে বেশ পরিচিত।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৃষি মার্কেট এলাকা থেকে একজনকে ও বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে একই মহাসড়কের কুমার নদের জোড়া ব্রিজের নিচ থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, গত ০৪ সেপ্টেম্বর সাবেক এমপি নিক্সনসহ ১১০ জন ও অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে একটি মামলা করেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এছাড়া মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী ও স্থানীয়রা জানায়, আবু সাঈদ জিরো থেকে হিরো হয়েছেন। তিনি সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ঠ সহচর ও বালুদস্যু হিসেবে বেশ পরিচিত। মামলার আরেক আসামি নিরু খলিফা সাবেক এমপি নিক্সনের দৌরাত্ম্যে ঘারুয়া ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

উল্লেখ্য, গত বুধবার ১১ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইদুর রহমান সিকদার ওরফে মিঠু ফরিদুপর কোর্টে সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ৯৮ জন ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। পরে মামলার তদন্তের জন্য জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ নাসিম।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।