ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেসবুক স্ট্যাটাসের পর কর্ণফুলী নদীতে মিলল কলেজছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
ফেসবুক স্ট্যাটাসের পর কর্ণফুলী নদীতে মিলল কলেজছাত্রের মরদেহ

রাঙামাটি: অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একদিন পর প্রীতম চক্রবর্তী (১৭) নামে এক কলেজ ছাত্রের মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২০ সেপ্টেম্বর) চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার হয়েছে। তাই আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট থানায় সম্পন্ন হবে।

প্রীতম চক্রবর্তী রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের লেমুছড়ি পাড়ার মানিক চক্রবর্তীর ছেলে। তিনি কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রীতম পরিবারের সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হওয়ার পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। যেখানে সে তার মা, পরিবারের কথা ছাড়াও একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছে। স্ট্যাটাসের শেষে লিখেছে ‘ভালো থাকুন সবাই, ভালো থাকুক প্রিয় মানুষ, ভালো থাকুক আমার মা। ’ এরপর তিনি আর বাসায় ফিরেননি। পরের দিন শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন অংশ থেকে প্রীতমের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।