ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত শফিকুল ইসলাম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান শফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।  

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের ফকিরখালি ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে শফিকুল ইসলাম দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে হাঁটতে হাঁটতে উপজেলার মুজিবনগর সড়কের ফকিরখালির কাছে পৌঁছান। এসময় একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে গাড়িটি কেউ চিহ্নিত করতে পারেনি।  

পরে রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিক্ষক শফিকুলকে উদ্ধার করে নিজ বাড়িতে নেন। দুপুর ২টার সময় নামাজে জানাজা শেষে কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, গাড়িটিকে কেউ চিহ্নিত করতে পারেনি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।