ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিসা ছাড়া ভারতে গিয়ে দেশে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ভিসা ছাড়া ভারতে গিয়ে দেশে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক
 

হবিগঞ্জ: ভিসা ও পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারতে গিয়ে দেশে ফেরার পথে বিজিবির হাতে আটক হয়েছেন ছয় বাংলাদেশি।
 
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর থানায় মামলা দায়েরের পর এ ছয়জনকে কারাগারে পাঠানো হয়।


 
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা দুলাল মিয়া, রাসেল মিয়া, শাহাদত হোসেন, আব্দুল বারী, আব্দুল আলীম ও তুষার আলী।
 
মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা স্থানীয় সন্তোষপুর সীমান্ত থেকে সোমবার ভোরে তাদের আটক করেন।
 
বিজিবির এ সীমান্ত ফাঁড়ির নায়েক রিয়াদ হোসাইন বাংলানিউজকে জানান, ছয় নির্মাণ শ্রমিক গত জুনে কাজের জন্য ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে সরকার বদলের পর দেশটিতে অবৈধ বাংলাদেশিদের ব্যাপারে কড়াকড়ি শুরু হয়। তাই তারা অবৈধভাবে দেশে ফিরছিলেন। তবে সীমান্তেই আটক হন তারা।
 
তিনি আরও জানান, সন্তোষপুর সীমান্ত দিয়ে দেশে ঢোকার পর সঙ্গে থাকা কাপড়চোপড় ও বাংলাদেশি তিন হাজার ২২০ টাকাসহ তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
 
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শিবানী রাণী দাশ বাংলানিউজকে জানান, আটক ছয়জনের নামে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে ছয়জনকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।