ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে কোটা আন্দোলনে নিহতদের বাড়িতে জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
মাদারীপুরে কোটা আন্দোলনে নিহতদের বাড়িতে জেলা প্রশাসক

মাদারীপুর: মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তিনজনের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রথমে শহরের দরগা শরীফ এলাকায় নিহত দিপ্ত দের বাড়িতে যান তারা।

এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।  

পরে তারা ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার নিহত রোমান বেপারী ও মোস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামের তাওহীদ সন্ন্যামাতের বাড়িতে যান তারা। এই ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করতে পরিবারকে সব ধরনের সহযোগিতার কথা জানায় জেলা প্রশাসন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় শহরের লেকের পানিতে ডুবে মারা যান মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দিপ্ত দে। এই ঘটনায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী গত ০৫ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মাদারীপুরের আদালতে মামলা দায়ের করেন।  

এদিকে গত ১৯ জুলাই খাদগী এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তাওহীদ সন্ন্যামাত ও রোমান বেপারী।  

এই ঘটনায় ২৪ আগস্ট নিহত পিকআপ চালক রোমান বেপারীর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় ছাত্রলীগের নেতাকর্মীসহ ৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।  

অন্যদিকে রাজমিস্ত্রী তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যার ঘটনায় গত ২৬ আগস্ট জলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাদারীপুরের সাবেক চার এমপিসহ ৯২ জনের নামে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।