ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মিনি ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ঝিনাইদহে মিনি ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের ফাইল ফটো

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এলাকায় দাঁড়িয়ে থাকা মিনি ট্রাকের পেছনে বড় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-  ফরিদপুর জেলার সালথা থানার বড়-কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)।  

আহত একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমান। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার সালথা এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন।

জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন চালকসহ চার ব্যক্তি। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছে স্পিডব্রেকার অতিক্রম করে দাঁড়িয়ে ছিল মিনি ট্রাকটি। এসময় একটি ট্রাক এসে পেছন থেকে মিনি ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। সেসময় আহত হয় একজন। ঘটনার পরে ট্রাকের চালক পালিয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে এবং মৃত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।