ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রকল্পের টাকা আত্মসাৎ

সাবেক এমপি আব্দুল মমিনের নামে দুদকে অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
সাবেক এমপি আব্দুল মমিনের নামে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডলের বিরুদ্ধে দুদকে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের দুটি অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী মো. হুমায়ুন কবির বাদী হয়ে অভিযোগ দুটি করেন।

অভিযোগে আব্দুল মমিন মণ্ডলের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনকেও আসামি করা হয়েছে।  

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর করা অভিযোগে উল্লেখ করা হয়, আব্দুল মমিন মণ্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তার ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিনের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।  

অভিযোগকারী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জানান, দুদক প্রধান কার্যালয়ে আমি নিজে গিয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে বলে জানানো হয়েছে।  

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. খায়রুল হক জানান, অভিযোগের বিষয়টি এখনো জানি না। যেহেতু প্রধান কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সেখান থেকেই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।