ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় সড়কে পড়ে ছিল যুবকের মস্তকবিহীন মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ভাঙ্গায় সড়কে পড়ে ছিল যুবকের মস্তকবিহীন মরদেহ

ফরিদপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া ধান গবেষণা অফিসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের পরনে ব্লু  রঙের একটি প্যান্ট এবং নীল কালারের একটি গেঞ্জি রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর থেকে সিআইডির একটি বিশেষজ্ঞ দল এসে মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী পরিবহনের নিচে চাপা পড়েন।  

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বাকি জানান, খবর পেয়ে ভাঙ্গা ধান গবেষণা অফিসের সামনের এক্সপ্রেসওয়ে থেকে ১৮-২০ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।