বগুড়া: বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়৷
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভ্যানে করে সরকারি বস্তাসহ চালগুলো রহমানবালা এলাকার মৃত রমজান আলীর ছেলে সালেক মিয়া তার বাড়িতে নিয়ে আসেন।
অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, খাদ্যবান্ধবের বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সালেক মিয়ার বাড়ি থেকে ২০০ বস্তা চাল জব্দ করা হয়৷ তবে অভিযান চলাকালে সালেক বাড়িতে ছিলেন না। তার নামে নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযানের সময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসআই