ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ৪০৫ কে‌জি বাগদা জব্দ, পু‌ড়ি‌য়ে বিনষ্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ৪০৫ কে‌জি বাগদা জব্দ, পু‌ড়ি‌য়ে বিনষ্ট 

সাতক্ষীরা: সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ৪০৫ কে‌জি বাগদা চিংড়ি জব্দ ক‌রে আগু‌নে পু‌ড়ি‌য়ে বিনষ্ট ক‌রে‌ছে টাস্ক‌ফোর্স।  

শুক্রবার (২৭ সে‌প্টেম্বর) সন্ধ্যায় সদর উপ‌জেলার ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকা থে‌কে ঢাকাগামী একটি ট্রাক থে‌কে এসব মাছ জব্দ করা হয়।

 

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক লে. ক‌র্নেল আশরাফুল হক জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে বি‌জি‌বির একটি দল সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে এক ট্রাক বাগদা ও সাদা মাছ আটক করে।  

পরে জব্দ মাছগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, পু‌লিশ ও মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত পর্ষদ পরীক্ষা-নিরীক্ষা করে ৪০৫ কেজি বাগদা চিংড়ি অপদ্রব্য পুশকৃত ব‌লে শনাক্ত করেন।

অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় টাস্কফোর্স কর্মকর্তাদের নির্দেশক্রমে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।  

এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহ‌মেদ ট্রাকচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। প‌রে অপদ্রব্য ছাড়া সাদা মাছ ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।